জনযুদ্ধ

জনযুদ্ধে তুমি এতো লাশের জন্য শোক করেছিলে।
যাদের কপালে পুলিশের খোঁচর

তকমা সেঁটে চলেছো বছরের পর বছর।
এমন যে তাদের এক টুকরা লাসকে আর

আলাদা ভাবে চেনা যায় না ।
গম্ভীর খত্ গুলো তাদের বুকে
খুঁজে পেলে কি সমাজতন্ত্রের ঠিকানা।
তোমরা এটার নাম দিয়েছে বিপ্লব।
সঙ্গত তুমি এই মানুষ গুলোর জন্য আওয়াজ তুলবে বলেছিলে।
দেয়ালে মার্কস লেলিনের ছবি
দেয়ালে লেখা গরম স্লোগান
দেহ থেকে বাছাই করা রং নিয়ে !

দেয়ালগুলোও পাথর হয়ে গেছে।
যারা এক সময় নীরবে কাঁদতো
তাদের জড়িয়ে ধরে প্রিয়রা

চোখের জলে তারা চলে গেছে।
জবরদস্তির অন্য দিকে
যেখানে সতেজতার গলা
শ্রেনীর সংগ্রাম কাটে ।
কান-কান্না-কান্না-ভাঙ্গা মায়ের কন্ঠে চিৎকার।
অন্ধকারের পাহারাদার থেকে কার পথ বের হয়েছে
জানি তোমার কাছে সবাই সংশোধনবাদী ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *